Header Ads

পাইকগাছায় বাঁকা বাজারের পশু হাটের উন্নয়ন কাজ বাঁধাগ্রস্থ করছে কতিপয় লোকজন; প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার কতিপয় লোকজন বাঁকা বাজারের পশু হাটের উন্নয়ন কাজ বাঁধাগ্রস্থ করছে বলে স্থানীয় জনপ্রতিনিধি এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন রাড়ুলী ইউনিয়নবাসী।
সূত্রমতে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজারে দীর্ঘদিন কুরবানী পশুর হাট পরিচালিত হয়ে আসছে। নির্দিষ্ট কোন স্থানে হাট না হওয়ায় এলাকার লোকজন যেনতেনভাবে পশু হাট পরিচালনা করে আসছিল। এলাকার নিকটবর্তী পশু হাটের গুরুত্বের কথা বিবেচনা করে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী গত কয়েকমাস আগে বাঁকা বাজার পরিদর্শন করে কপোতাক্ষের চরভরাটী জমির উপর পশু হাট স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করেন। পশু হাটের উন্নয়নে ইতোমধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকার বরাদ্দ করা হয়েছে। কিন্তু এলাকার কতিপয় লোকজন পশু হাটের উন্নয়ন কাজের বাঁধা হয়ে দাড়িয়েছে। এদিকে কুরবানীর সময় এগিয়ে আশায় উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, বাঁকা বাজারে দীর্ঘদিন পশু হাট পরিচালিত হয়ে আসছে। আশপাশ এলাকার অসংখ্য লোকজন এই হাট থেকে খুব সহজেই পশু ক্রয় বিক্রয় করে থাকেন। এলাকার লোকজনের সুবিধার্থে উপজেলা পরিষদ থেকে বাজার সংলগ্ন কপোতাক্ষের চরভরাটী সরকারি জমির উপর পশু হাটের জায়গা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে পরিষদের পক্ষ থেকে হাটের মাটি ভরাট উন্নয়ন করার জন্য ২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এলাকার কতিপয় কিছু ভূমিদুস্য পশু হাটের উন্নয়ন কাজে বাঁধা হয়ে দাড়িয়েছে। হাটের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.