Header Ads

জন্মস্থান পাইকগাছায় সংবর্ধিত হলেন বিজে আইটি’র প্রতিষ্ঠাতা সিআইপি আকবর জেএম

পাইকগাছা প্রতিনিধি ঃ
নিজ এলাকায় সংবর্ধিত হলেন এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাপান আইটি কোম্পানীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিআইপি মোঃ শওকত আকবর জেএম। গত সোমবার তিনি জাপানী ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে জন্মস্থান পাইকগাছায় আসেন। বুধবার সকালে পৌরসভার ঐতিহ্যবাহী সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে সিআইপি আকবর জেএম-কে সংবর্ধনা প্রদান করা হয়। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেয়র পতœী ও স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব ফাতেমা জাহাঙ্গীর। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্ট্রা-এক্স এশিয়া প্যাসিফিক কোম্পানীর জাপানী নাগরিক তাতসুয়া হ্যাটরী, আল্ট্রা-এক্স বিডি লিমিটেডের প্রতিনিধি তোমোয়া ইছিকাওয়া, ভাইস প্রেসিডেন্ট মিসেস মাসামি ইশিবাশী, অধ্যক্ষ রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন, বেগম সুফিয়া খানম, গোলাম হায়দার বুলবুল, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, প্রভাষক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষক ইমরান হোসেন, রেশমা পারভীন, পম্পা বৈরাগী, শাপলা রায়, পাবলী পারভীন, শ্যামাপদ সানা ও ফেরদৌস জাহাঙ্গীর রানা। সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপি আকবর বলেন, বিজে আইটি গ্রæপের পৃথিবীর অনেক দেশে প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশে যে আইটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে প্রায় ৭শ আইটি ইঞ্জিনিয়ার কর্মরত রয়েছে। তিনি বলেন, বিজে আইটি গ্রæপ থেকে আগামীতে ৩০/৪০ হাজার ইঞ্জিনিয়ারের আইটি প্রতিষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তিনি সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলে একটি আইসিটি ল্যাব করার ঘোষণা দেন। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.