Header Ads

পাইকগাছা পৌরসভার সরল বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা পৌরসভার সরল বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে জামায়াত-বিএনপি সমর্থিত কিছু ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে হামলা করে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও পুলিশের রহস্য জনক ভ‚মিকা ছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে হামলাকারীদের মধ্যে থানায় এজাহার দায়ের ও বাজারে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের প্রধান সড়কের পাশে জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। পুকুরের পাড়ে স্থানীয় ২০জন ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় ২০/২৫ বছর মাছ, মাংশ ও কাঁচামাল সহ বিভিন্ন ব্যবসা করে আসছে। ইতোমধ্যে বাজারে জেলা পরিষদ থেকে একটি চাঁদনী সেড নির্মাণ করা হয়েছে। বাজারের দক্ষিণ পাশে শেখ রাসেল স্মৃতি সংসদের একটি কার্যালয়ও রয়েছে। ব্যবসায়ীদের অনেকেই ইতোপূর্বে জেলা পরিষদ থেকে নিজেদের নামে জায়গা ইজারা নেয়। গত ২ মাস পূর্বে জেলা পরিষদের কর্মকর্তা বাজার পরিদর্শনে আসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে পূর্বের ইজারা থাকার কারণে বাজারের ব্যবসায়ীদের ইজারা দিতে আগ্রহ প্রকাশ করেন। সে অনুযায়ী ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। পথিমধ্যে, এলাকার জামায়াত-বিএনপি সমর্থিত কতিপয় ব্যক্তি ইজারার নামে বাজারের দখল নেওয়ার চেষ্টা করে। যার অংশ হিসেবে ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। যার প্রেক্ষিতে থানার ওসি এমদাদুল হক শেখ ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজ সহ বুধবার থানায় হাজির হওয়ার কথা বলেন। এদিকে ব্যবসায়ীরা জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে বিষয়টি অবহিত করলে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন। থানা ও জেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশনা উপেক্ষা করে কতিপয় ব্যক্তিরা মঙ্গলবার সকাল ১০টার দিকে দা, কুড়াল ও শাবল সহ লাঠিসোটা নিয়ে বাজারে হামলা করে। এ সময় তারা অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে ক্ষতিসাধন করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ভাংচুর  বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মহল থেকে থানার ওসিকে ফোন করা হয়। ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তার আগেই অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী শফিকুল ইসলাম সরদার বাদী হয়ে হামলাকারী ১৪ জনের নাম উল্লেখ পূর্বক থানায় এজাহার দায়ের করে। এর প্রতিবাদে সন্ধ্যায় সরল বাজারে এক প্রতিবাদ সমাবেশ করা হয় বলে শেখ রাসেল স্মৃতি সংসদের আব্দুল মজিদ বয়াতী জানান। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, সরল বাজারে ভাংচুর হচ্ছে এমন খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ভাংচুর ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.