Header Ads

পাইকগাছা ডিস লাইনের বকেয়া টাকা চাওয়ায় ২ কর্মচারীকে মারপিট; অবিলম্বে হামলাকারী পিতা-পুত্রকে আটকের জোর দাবী

পাইকগাছা প্রতিনিধি :
বকেয়া টাকা চাওয়ায় পাইকগাছা ডিস লাইনের ২ কর্মচারীকে বেদম মারপিট করেছে মোশারফ ড্রাইভার নামে এক গ্রাহক। শুক্রবার বেলা ১২ টার দিকে পাইকগাছা ডিস লাইন এর কর্মচারী সুকিত কুমার মন্ডল ও বিশ্বজিৎ মন্ডল গ্রাহক মোশারফ ড্রাইভারের বাড়ীতে বকেয়া প্রায় ১ বছরের টাকা চাইতে গেলে এ মারপিটের স্বীকার হয়। আহত সুকিতের অবস্থা আশংকাজনক হওযায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার বেলা ১২ টার কিছু আগে পৌরসভার বিদ্যুৎ অফিসের পার্শ্বে মোশারফ ড্রাইভারের কাছে ডিস লাইনের বকেয়া টাকা চাওয়ায়।। ড্রাইভার মোশারফ ক্ষীপ্ত হয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ডিস লাইন বিচ্ছিন্ন করা হবে জানালে মোশারফ এবং তার পুত্র সাইফুল ইসলাম লোহার রড দিয়ে সরল গ্রামের অরুন কুমার মন্ডল পুত্র ডিস কর্মচারী সুকিত মন্ডলের মাথায় আঘাত করে তাৎক্ষনিক সে মাটিয়ে লুটিয়ে পড়লে এলোপাতাড়ি মারতে থাকে পিতা-পুত্র। ঠেকাতে গেলে অন্য ডিস কর্মচারী বিশ্বজিৎ মন্ডলকে মারপিট করে আহত করে। আহত অবস্থায় সুকিত মন্ডলকে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওযায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ এবং মারপিটে ব্যবহৃত লোহার রডটি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পাইকগাছা ক্যাবল নেটওয়ার্কের এক কর্মকর্তা জানান। এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জাানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িত পিতা-পুত্রকে আটকের জোর দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.