Header Ads

খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার পাইকগাছা পৌরসভার ক্ষতিগ্রস্থ সরল বাজার পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
হামলা ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ পাইকগাছা পৌরসভার সরল বাজার পরিদর্শন করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। প্রশাসনিক কর্মকর্তা মাহাববুর রহমান শনিবার সকালে ক্ষতিগ্রস্থ সরল বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীসহ উভয় পক্ষের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গত মঙ্গলবার যে ভাবে বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে তা সম্পূর্ণ ফৌজদারী আইন লঙ্ঘনের সামিল। এটা অত্যান্ত দুঃখ জনক। যারা দীর্ঘদিন ব্যবসা করে আসছে এবং ভাংচুরের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পুনর্বাসনের বিষয়টি অধিক গুরুত্ব দেওয়া হবে। তিনি আগামী সোমবার উভয় পক্ষকে জেলা পরিষদে হাজির হওয়ার জন্য নির্দেশনা দেন। এ সময় জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু বলেন, জেলা পরিষদের আওতাধীন সরল বাজারের পুরাতন ব্যবসায়ীদের উপেক্ষা করে এখানে কোন মার্কেট কিংবা বিপনী বিতান নির্মাণ অথবা কাউকে ইজারা প্রদান করা হবে না। যদি কেউ আমার নাম ব্যবহার করে কোন অপকর্ম করার চেষ্টা করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য যা যা করণীয় সব কিছু করা হবে এবং এ ঘটনারপর যারা ভাংচুর করেছে তাদের ইজারা বাতিলের জন্য জেলা পরিষদে সুপারিশ করা হয়েছে বলে পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান টিপু জানান। উল্লেখ্য, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের প্রধান সড়কের পাশে জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। পুকুর পাড়ে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা টোঙ ঘর নির্মাণ করে ২০/২৫ বছর যাবত ব্যবসা করে আসছে। বাজারে জেলা পরিষদের নির্মাণ করা একটি চাঁদনী সেডও রয়েছে। গত মঙ্গলবার ইজারার নামে এলাকার কতিপয় লোকজন প্রকাশ্যে দিবালোকে সরল বাজারে হামলা চালিয়ে প্রায় ২০/২৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর করে। এ ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবী জানিয়ে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী সহ সচেতন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.