পাইকগাছার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন
সিনিয়র স্টাফ রিপোর্টার ।। পাইকগাছার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর রাফেজা খানম, সাবেক সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, দাতা সদস্য মোঃ আমজাদ আলী গাজী, অভিভাবক সদস্য আব্দুস সালাম সরদার, মিতালী ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গফফার মোড়ল, শিক্ষক মুজিবর রহমান, ফাতেমা খাতুন, সায়রা খাতুন, নূরুল ইসলাম ও আব্দুলাহ সরদার।
কোন মন্তব্য নেই