পাইকগাছা প্রতিনিধিঃ হানিফ পরিবহনের ঢাকাগামী ১৪-৬৬৩৬ নং গাড়ীটি
আজ আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে কাশিমনগর এলাকায় দূর্ঘটনায় পতিত হয়। এ
সময় গাড়ীর ছাউনিটি সম্পূর্ণ রুপে গাছে ডালে বেধে উড়ে যায়। সমস্ত জানালাগুলি
ভেঙ্গে চুরমার হয়ে যায়। গাড়ীর যাত্রীগন গুরুতর আহত হয়, তবে কারও মৃত্যু
সংবাদ পাওয়া যায় নি।
কোন মন্তব্য নেই