Header Ads

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা; মাছ জব্দ

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা ও চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুশকৃত মাছ পানির ড্রামে ভরে বাজারজাত করার সময় উপজেলা মৎস্য দপ্তর কর্তৃপক্ষ ৪ ব্যবসায়ীকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল আউয়াল চিংড়ি মাছ জব্দ পূর্বক ৪ ব্যবসায়ী রাড়–লী গ্রামের ভোলাই সরদারের ছেলে কালাম (৫০), কেষ্টপদ সরকারের ছেলে দীনেশ সরকার (৩৫), আব্দুল গাজীর ছেলে নূর ইসলাম (৩০) ও ইছাক সরদারের ছেলে রেজাউল সরদার (২২) প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল­াহ, স¤প্রসারণ কর্মকর্তা তানভীর আহম্মেদ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও পেশকার সাকিরুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.