Header Ads

পাইকগাছায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভ‚মিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রথম পর্বের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন, যুব উন্নয়ন দপ্তরের সিএস রফিকুল ইসলাম, গোবিন্দ কুমার দে, রবীন্দ্রনাথ বিশ্বাস, আমিনুর রহমান, প্রশিক্ষণার্থী সাবিনা ইয়াসমিন, জামিনুর ইসলাম, শ্রীষ কান্তি রায়, ঝুম্পা রানী সরকার, ফসিয়ার রহমান ও রূপামনি দাশ। প্রশিক্ষণে ৬০ জন যুব প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.