Header Ads

পাইকগাছায় প্রয়াত ইউপি চেয়ারম্যানের স্মরণ সভা পন্ড করার চেষ্টা; পুলিশের উপস্থিতিতে ৫ মিনিটের প্রার্থনা সভা

একই স্থানে দু’পক্ষের সভা আহবান; ঘটনাস্থলে পুলিশ মোতায়েন
পাইকগাছা প্রতিনিধি ঃ
পাইকগাছায় প্রয়াত ইউপি চেয়ারম্যানের স্মরণ সভায় বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। লতার সাবেক চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের মৃত্যু বার্ষিকী উপলক্ষে লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোট কাঁঠামারী কেন্দ্রীয় পূজা মন্দিরে শনিবার বিকালে স্মরণ ও প্রার্থনা সভার আয়োজন করে। একই স্থানে আওয়ামী লীগ ও যুবলীগের একাংশ অনুরূপ স্মরণ সভা আহবান করলে সংঘর্ষের আশংকা দেখা দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়। বাঁধার কারণে সাংস্কৃতিক জোটের স্মরণ সভা পন্ড হয়ে গেলেও পুলিশের উপস্থিতিতে ৫ মিনিটের প্রার্থনা সভা সম্পন্ন করে। একজন প্রয়াত ইউপি চেয়ারম্যান স্মরণ ও প্রার্থনা সভা পন্ড করতে আওয়ামী লীগের একাংশ স্মরণ সভা আহŸান করে যা নগ্ন হস্তক্ষেপের সামিল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের অপর অংশের নেতৃবৃন্দসহ চেয়ারম্যানের পরিবারের সদস্যবর্গ সহ এলাকাবাসী। তবে শেষ মুহূর্তে প্রার্থনা সভা করতে পেরে থানার ওসি’কে  সাধুবাদ জানিয়েছেন চেয়ারম্যানের পরিবার সহ এলাকাবাসী।
লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে কাঠামারী কেন্দ্রীয় পূজা মন্দিরে শনিবার বিকালে স্মরণ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে গত কয়েকদিন এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা করা হয়। হঠাৎ শনিবার সকালের দিকে জানতে পারি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল বৈদ্য একই স্থানে অনুরূপ সভা আহবান করেছে। আমরা যথা সময়ে মন্দির এলাকায় সমবেত হলে কপিলমুনি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং পুলিশ আমাদেরকে বলে একই স্থানে দু’পক্ষ সভা আহবান করায় সংঘর্ষের আশংকা রয়েছে। এ জন্য পুলিশ দু’পক্ষকেই সভা করা থেকে বিরত থাকার আহবান জানান। পরে পুলিশ দু’পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করে। কিন্তু আওয়ামী লীগনেতা নির্মল বৈদ্য সভা আহবান করলেও তিনি সভা স্থলে ছিলেন না। ফলে সমঝোতা করতে পুলিশকে বেগ পেতে হয়। তবে দফায় দফায় ঘটনাস্থলে উপস্থিত যুবলীগনেতা পুলকেশ মন্ডল ও ইউপি সদস্য আলমগীর খলিফার সাথে আলাপ করে বিষয়টি নিরসন করার চেষ্টা করলেও পুলিশ অনেকটাই ব্যর্থ হয়। এক পর্যায়ে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক উপস্থিত অপর অংশের নেতৃবৃন্দ ও পুলিশের কাছে মন্দিরে গিয়ে ৫ মিনিটের প্রার্থনা করার অনুমতি চায়। এ সময় কপিলুমনির পুলিশ ফাঁড়ির এসআই প্রভাষ মুঠোফোনে আওয়ামী লীগনেতা নির্মল বৈদ্যের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করলে তার কাছ থেকে তিনি তেমন কোন সদোত্তর পাননি। শেষমেষ পুলিশ বিষয়টি থানার ওসি’কে অবহিত করলে ওসি এমদাদুল হক শেখ বলেন, একজন মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে কেউ প্রার্থনা করলে সেখানে বাঁধা দেওয়ার কোন সুযোগ নাই। যদি কেউ প্রার্থনা করতে চাই সে সুযোগ দেওয়ার জন্য তিনি ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেন। পরে ওসির কাছ থেকে আশ্বাস পেয়ে ফাঁড়ি পুলিশ তাদের উপস্থিতিতে ৫ মিনিটের প্রার্থনা করার জন্য অনুমতি দেন। পুলিশের উপস্থিতিতে সাংস্কৃতিক জোট ও চেয়ারম্যানের পরিবারের সদস্যবর্গ ৩ মিনিটের মধ্যেই প্রার্থনা সভা সম্পন্ন করেন। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যানের ভাই গোলক বিহারী মন্ডল, সহ-সভাপতি অমল তরফদার, প্রকাশ সরকার টুকু, চেয়ারম্যানের ভাই ভুধর চন্দ্র বিশ্বাস, সৃষ্টিধর বিশ্বাস, ভাইপো বাবু লাল বিশ্বাস, ছেলে চম্পক বিশ্বাস ও চয়ন বিশ্বাস, আওয়ামী লীগনেতা কালিদাশ মন্ডল, অনাথ বন্ধু মন্ডল, অর্জুন মন্ডল, ইউপি সদস্য বিশ্বজিৎ শীল, কৃষ্ণ রায়, নিরঞ্জন ঢালী, মহির উদ্দীন সানা, অমল হালদার, রুহিদাশ সরকার ও যুবলীগনেতা শওকত হাওলাদার। এদিকে এ ধরণের স্মরণ ও প্রার্থনা সভায় এলাকার দলীয় কিছু ব্যক্তি বাঁধা প্রদান করে নগ্ন হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক জোট সহ চেয়ারম্যানের পরিবার বর্গ। আওয়ামী লীগনেতা ও চেয়ারম্যানের ভাই গোলক বিহারী মন্ডল বলেন, আমার ভাইয়ের আত্মার শান্তি কামনায় স্মরণ ও প্রার্থনা সভা আহŸান করেছে ইউনিয়নের একটি অরাজনৈতিক সংগঠন। এখানে বাঁধা দেওয়ার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। আমরা চেয়ারম্যান পরিবারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে শেষ মুহূর্তে প্রার্থনার সুযোগ করে দেওয়ায় ওসি’কে ধন্যবাদ জানান উপস্থিত সবাই। এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুলকেশ মন্ডল বলেন, আমরা দল করি এ জন্য দলের সভাপতি যে সভা আহŸান কিংবা সিদ্ধান্ত নিয়েছে যুবলীগের একাংশের পক্ষ থেকে দলীয় কারণে আমরা সেটা সমর্থন করেছি। ঘটনাস্থলে আওয়ামী লীগনেতা নির্মল  বৈদ্য উপস্থিত না থাকায় তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, একই স্থানে দু’পক্ষ সভা আহŸান করায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসী  পুলিশকে সহযোগিতা করায় এ ঘটনায় সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.