Header Ads

পাইকগাছায় শ্যামাকালী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ঃ
পাইকগাছায় শ্যামাকালী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১০টি মন্দির মঙ্গলবার বিকালে শিববাটী ব্রীজ সংলগ্ন আলমতলা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠিত প্রতিযোগিতায় সোলাদানার রিয়া, তালার পংখী রাজ, সোনাবাধালের কালীমাতা, ষষ্ঠগ্রামের জয় মা কালী, মসিয়ারডাঙ্গার নবদূর্গা ও কুলপোতার জয় মা কুলপোতা সহ ৬টি নৌকা দল অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে সোলাদানার রিয়া নৌকাদল চ্যাম্পিয়ন হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে  হাজার হাজার মানুষ সমবেত হয় শিববাটী এলাকায়। শিববাটী ব্রীজ কানাই কানাই ভরে যায় দর্শনার্থী। নদীর দু’ধারে দাড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করে হাজারও মানুষ। দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে প্রাণের উচ্ছাস ও মিলন মেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, রয়্যাল ফিস ট্রেডিং এর সত্ত¡াধিকারী গোলাম কিবরিয়া রিপন, মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার, সম্পাদক শাহীন ইকবাল, আওয়ামী লীগনেতা ইকবাল হোসেন খোকন, হেমেশ চন্দ্র মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, সরবানু বেগম, জেলা ছাত্রলীগনেতা হারুন অর রশিদ, আরাফাত খান, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, প্রাণ কৃষ্ণ দাশ, কেডি বাবু, আকরামুল ইসলাম, দেবব্রত রায়, জগদীশ চন্দ্র রায়, বাবু রাম মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, সাজ্জাত আলী সরদার, ডাঃ আনোয়ার হোসেন, এসএম শহিদুল্লাহ, গৌতম মন্ডল, জগন্নাথ সানা, মনোহর চন্দ্র সানা ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.