Header Ads

পাইকগাছায় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ঃ
পাইকগাছায় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা ডায়াবেটিস সমিতির উদ্যোগে শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ডায়াবেটিসের জটিলতা ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ। এ সময় তিনি বলেন, প্রতিদিন সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ৭ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত উল্লেখ করে তিনি বলেন, ডায়াবেটিসের ফলে কিডনী, ব্রেন স্ট্রোক, হৃদ রোগ, পায়ে পঁচন ধরা সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। তিনি ডায়াবেটিস প্রতিরোধে শারীরিক ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, মানসিক চাপ কমানো, নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান। সেমিনারে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, এ্যাডঃ মনজুরুল হাসান, আব্দুল মজিদ বয়াতী, ডাঃ অমীয় ও সপ্তর্শী। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.