Header Ads

অনিয়ম ও দুর্নীতির সাথে কোন আপোষ নয়.... এমপি বাবু

পাইকগাছা প্রতিনিধি ঃ
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি সমাজ থেকে অপরাধ নির্মূল করতে কাজ করে যাচ্ছে। সুন্দরবন বনদস্যু মুক্ত করা সরকারের অনেক বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশ থেকে মাদক, দুর্নীতি সহ সব ধরণের অপরাধ নির্মূল করতে বদ্ধ পরিকর। অপরাধের ক্ষেত্রে শেখ হাসিনা কাউকে ছাড় দিচ্ছেন না উল্লেখ করে এমপি বাবু জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অনিয়ম ও দুর্নীতির সাথে কোন আপোষ নয়। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। কোন পক্ষ না নিয়ে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়ে এবং কোন মানুষ যাতে হয়রানী না হয় এ জন্য প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক হতে হবে। গ্রামের খেটে খাওয়া মানুষের সাথে সম্পর্ক নিবিড় করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত গ্রামকে শহরে পরিণত করতে পাড়া-মহল্লার উন্নয়নের দিকে নজর দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহŸান জানান। তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্টু সংবাদ পরিবেশনের জন্য আহŸান জানান। এ সময় তিনি পৌর অভ্যন্তরে লবণ পানির চিংড়ি চাষ বন্ধের ঘোষণা দেন। এমপি বাবু মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা মাসিক আইন শৃংখলা, সাধারণ সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে পৃথক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, রিপন কুমার মন্ডল, আবু জাফর সিদ্দিকী রাজু, কেএম আরিফুজ্জামান তুহিন, চিত্তরঞ্জন মন্ডল, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা, এসআই অনিষ, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, ইউপি সদস্য এজাহার আলী, কল্যাণী মন্ডল, জগন্নাথ দেবনাথ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম ও মোঃ আব্দুল গফফার মোড়ল। সভা শেষে শেখ হেলাল উদ্দীন এমপি ও আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি’র মায়ের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ রইসুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.