Header Ads

পাইকগাছা পৌর এলাকায় অবৈধভাবে মৎস্য মার্কেট নির্মাণের অভিযোগ

সাংবাদিকদের সাথে পুরাতন ও প্রতিষ্ঠিত মার্কেটের ব্যবসায়ীদের মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি ঃ
পাইকগাছা পৌর এলাকায় নিয়মনীতি অনুসরণ না করে এবং অনুমোদন ছাড়াই কৃষি জমিতে অবৈধভাবে মৎস্য আড়ৎদারী মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে। নতুন এ মার্কেটটি স্বচল হলে পুরাতন ও প্রতিষ্ঠিত মৎস্য মার্কেটটি ক্ষতিগ্রস্থ হবে এবং বিপুল পরিমাণ লোকের কর্মসংস্থান বন্ধ সহ প্রথম শ্রেণির পৌরসভা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে আশংকা করছেন পুরাতন মার্কেটের ব্যবসায়ী বৃন্দ। এ ধরণের আশংকা তুলে ধরে পুরাতন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ মতবিনিময় করেছেন গণমাধ্যমের সাথে।
সূত্রমতে, চিংড়ি, কাঁকড়া ও মৎস্য উৎপাদনের জন্য অত্র এলাকা সমৃদ্ধ হওয়ায় ১৯৯০ সালের দিকে উপজেলা সদরে গড়ে ওঠে মৎস্য আড়ৎদারী মার্কেট। মার্কেটটি প্রসারিত করার লক্ষে ব্যবসায়ীকরা বর্তমান শিব্সা ব্রীজ সংলগ্ন এলাকায় ২০০৫ সালে দেড় বিঘা জমি ক্রয় করে উন্নত মানের একটি মার্কেট নির্মাণ করেন। সমবায় দপ্তর থেকে নিবন্ধন করার মাধ্যমে মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি নামে মার্কেটটি পরিচালিত হয়ে আসছে। এখানকার ব্যবসায়ীরা সম্মলিতভাবে পানি ও বর্জন নিষ্কাসন ব্যবস্থা সহ মার্কেটটি নির্মাণ করেন এবং সরকারি ও মৎস্য অধিদপ্তরের সকল নিয়মনীতি অনুসরণ করে মাছের সকল গুণাগুন বজায় রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। ফলে এক দিকে মার্কেটের সুনাম দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, অপরদিকে মৎস্য উৎপাদনকারী ব্যক্তিরা ন্যায্য মূল্য পাওয়ায় অত্র উপজেলা সহ পাশ্ববর্তী অনেক উপজেলা থেকে অত্র মার্কেটে মাছ বিক্রয় করতে নিয়ে আসে। পাশাপাশি নিরাপত্ত নিশ্চিত থাকায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা মাছ কিনতে আসেন এই মার্কেটে। বর্তমানে অত্র মার্কেটে শতাধিক ব্যবসায়ীর আড়ৎ রয়েছে। প্রতিদিন অত্র মার্কেটে প্রায় দেড় কোটি টাকার কেনা বেচা হয়। প্রতিবছর প্রথম শ্রেণির পৌরসভা আর্থিক সুবিধা পায় সাড়ে ৩ লক্ষ টাকা। মার্কেটের কারণে কর্মসংস্থান রয়েছে শত শত মানুষের। এ ধরণের একটি আধুনিক মার্কেটকে উপেক্ষা করে অত্র মার্কেটের ব্যবসায়ী ও সরল গ্রামের রহমত আলী গাজীর ছেলে বজলুর রহমান পৌরসভা ও প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কোন নিয়মনীতি অনুসরণ এবং অনুমোদন না নিয়েই পৌর এলাকার শিববাটী সড়কের পাশে কৃষি জমির উপর ব্যক্তি মালিকানায় অবৈধভাবে বিকল্প মৎস্য আড়ৎদারী মার্কেট নির্মাণ করেছেন বলে অভিযোগ করেছেন পুরাতন মৎস্য আড়ৎদারী মার্কেটের ব্যবসায়ীবৃন্দ। ব্যবসায়ী বৃন্দ মার্কেটের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সব অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, সন্তোষ কুমার সরদার, প্রভাষক শহিদুল ইসলাম, মৎস্য আড়ৎদারী মার্কেটের সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি বিল্লাল মোড়ল, সাধারণ সম্পাদক শাহিন ইকবল সহ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ। মতবিনিময়কালে ব্যবসায়ীবৃন্দ প্রতিষ্ঠিত মার্কেটটি ধ্বংস করার উদ্দেশ্যে অবৈধভাবে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা মার্কেটটি যাতে অনুমোদন না পায় এবং অবৈধভাবে যাতে মার্কেটের কার্যক্রম পরিচালনা করতে পারে এ জন্য স্থানীয় সংসদ সদস্য সহ থানা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.