"স্বার্থহীন তন্দ্রা"-— সুরাইয়া ইসলাম ৷
দু'চোখে ঘুম আসে না
একফালি নিষ্পাপ চাঁদ
দেখার আশায় ৷
জানালার ফাক দিয়ে
প্রবেশাধীকার চাঁদের কিরণ
নির্জন রাতে সঙ্গি হল ৷
চাঁদের আলোয় বিবর্ণ কষ্টগুলো
নতুন রঙে রঙিন হল
জীবনের ফেলে আসা
সাদা কালো দিনগুলো
কানায় কানায় বসন্ত ফিরে পেলো ৷
বুকের জ্বালা মিটে গেলো
ষোল আনা সুখের নেশায়
আরও মিটল মনের দাবি
স্বার্থহীন তন্দ্রা এবার
হাতছানি দেয় বারংবার ৷
কোন মন্তব্য নেই