Header Ads

পাইকগাছায় ঈদ জামাতে করোনা প্রতিরোধে বিশেষ মোনাজাত; পৃথক মসজিদে ভিআইপিদের ঈদের নামাজ আদায়

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। মহামারী করোনার কারনে এবারের ঈদের নামাজও মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় প্রথম এবং ৮ টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে কোরবানির তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করেন খতিবরা। করোনা সংক্রমণ প্রতিরোধসহ দেশ ও জাাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষে জনপ্রতিনিধি ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকায় ঈদ উদযাপনে মানুষের কোন ভোগান্তি হয়নি। গত ঈদের ন্যয় নির্বাচনী এলাকার গড়ইখালীতে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। পরে তিনি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং মায়ের কবর জিয়ারত করেন। এরপর তিনি পশু কোরবানী করেন। অনুরুপভাবে উপজেলা পরিষদ জামে মসজিদে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, থানা জামে মসজিদে মেয়র সেলিম জাহাঙ্গীর ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, পুরাইকাটি জামে মসজিদে বিএমএর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোঃ শহীদ উল্যাহ, লোনা পানি কেন্দ্র জামে মসজিদে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ঈদের নামাজ আদায় করেন। অপরদিকে বান্দিকাটি আহলে হাদিস জামে মসজিদসহ পৃথক ৩টি মসজিদে জমঈয়তে আহলে হাদিস এর ঈদের জামাত ও এলাকার একমাত্র মহিলা ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.