Header Ads

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নাই....এমপি বাবু

 

এন ইসলাম সাগর, পাইকগাছা, খুলনা ঃ

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, একটি গাছ সন্তানের মত একটি পরিবারকে বাঁচিয়ে রাখে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগে মানব সভ্যতা আজ হুমকির মুখে পড়েছে। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন তৈরী করে। এছাড়াও নানাভাবে উপকার করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নাই উল্লেখ করে তিনি সকলকে বেশী বেশী করে গাছ লাগানোর জন্য আহŸান জানান। তিনি শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে দেশব্যাপী ১ কোটি বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে পাইকগাছার আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এমপি বাবু বলেন, শুধু গাছ লাগালে হবে না, সঠিক পরিচর্যার মাধ্যমে তা সংরক্ষণ করতে হবে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে গাছ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, বিভুতী ভুষণ সানা, শেখ ইকবাল হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, কৃষকলীগের উপজেলা সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ করিম মোড়ল, আকরামুল ইসলাম, সালাউদ্দীন কাদের, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.