Header Ads

করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা’র কোন বিকল্প নাই....বিভাগীয় কমিশনার


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন মহামারি করোনা সারা পৃথিবীকে  স্থবির করে দিয়েছে। আমাদের দেশেও এর প্রভাব রয়েছে। তবে করোনা মোকাবেলা করতে গিয়ে বিশ্বের উন্নত দেশ গুলোকে বিধ্বস্ত হতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথা সময়ে সঠিক নির্দেশনা প্রদান করায় আমরা সফল ভাবে করোনা মোকাবেলা করে যাচ্ছি। উন্নত দেশের তুলনায় আমাদের মৃত্যুর হার কম, জীবন যাত্রাও রয়েছে স্বাভাবিক। ভ্যাকসিন পেতে দেরি হতে পারে এজন্য সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নাই। করোনার মধ্যেও আমাদের সকল উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে হবে। সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি  অনুসরণ করতে হবে। করোনার কারনে  সমাজে যাতে মাদকের ব্যবহার না বাড়ে সেদিকে লক্ষ রাখতে হবে। স্কুল-কলেজের ছেলে মেয়েরা যাতে ঝরে না পড়ে এজন্য তাদেরকে অনলাইনে লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। রোধ করতে হবে বল্যবিবাহ। করোনার বিরুপ প্রভাব গ্রামীণ অর্থনীতির উপর না পড়ে এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কৃষি জমি সংরক্ষন করতে হবে। গাছ লাগানোর পর তা সংরক্ষন করতে হবে। সরকারি খাল অবমুক্ত রাখার জন্য নেট-পাটা অপসারণ করতে হবে। বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন করোনাকালে সরকারি সেবা যাতে ব্যাহত না হয় এবং সকল উন্নয়ন কাজ যাতে অব্যাহত থাকে এজন্য তিনি মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের প্রতি আহবান জানান এবং দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কোভিড-১৯ ব্যবস্থাপনা, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক ও দূর্নীতি বিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমী মুহাম্মদ আরফাতুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহিন বিন জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, ওসি এজাজ শফী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা কৃষি অফিসার এ.এইচ.এম, জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার  জয়নাল আবদীন, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, উপসহকারি প্রকৌশলী ফরিদ উদ্দিন, সহকারি শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। এর আগে বিভাগীয় কমিশনার হিতামপুর জামে মসজিদের নির্মাণ কাজ ও পুরাইকাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.