Header Ads

পাইকগাছায় জবর-দখল কাজে বাঁধা প্রদান করায় প্রতিপক্ষের হামলায় আহত-৫

 পা

ইকগাছা (খুলনা) প্রতিনিধি \ 

পাইকগাছায় প্রতিবেশি প্রতিপক্ষদের বিরুদ্ধে ভোগদখলে থাকা সম্পত্তির জবর-দখল চেষ্টার অভিযোগ উঠেছে। দখল কাজে বাঁধা প্রদান করায় প্রতিপক্ষদের হামলায় শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে উপজেলার মঠবাটি গ্রামের মৃত ছুরমান গাজীর ছেলে আবুল কাশেম গাজী গংদের সাথে বসতবাড়ীর জায়গা জমি নিয়ে প্রতিবেশি মৃত কাদের সানার ছেলে ইব্রাহিম খলিল সানা গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে খলিল সানা গংরা রোববার ভোরে কাশেম গাজীর দীর্ঘদিন ভোগ দখলে থাকা সম্পত্তি ঘেরা বেড়া দিয়ে জবর দখল করার চেষ্ঠা করে। বাঁধা দিতে গেলে তারা কাশেম গাজী ও তার পরিবারকে বেদম মারপিট করে। এতে কাশেম গাজী(৬৮), স্ত্রী সারমিন বেগম (৪১), ছেলে সেলিম গাজী (৩৫), পুত্রবধু ময়না আক্তার (২২) ও তাদের ১১ মাসের শিশু পুত্র মিরাজুল আহত হয়। পরে খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কাশেম গাজীর ছেলে সেলিম গাজী বাদী হয়ে প্রতিপক্ষ ইব্রাহিম খলিল, নজরুল সানা, রবিউল, সাঈদী, লুৎফর, রনিসানা সহ ৬জনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করেছে। 


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.