Header Ads

একাদশে ভ‌র্তিচ্ছুক শিক্ষার্থী‌দের সা‌র্বিক সহ‌যো‌গিতা কর‌ছে পাইকগাছা ছাত্রলীগ

দেশব্যাপী প্র‌ত্যেকটা বো‌র্ডে শুরু হ‌য়ে‌ছে ২০২০-২০২১ শিক্ষাব‌র্ষে একাদশ শ্রেণী‌তে ভ‌র্তি কার্যক্রম। ক‌রোনা মহাম‌ারীর কার‌নে ভ‌র্তি কার্যক্র‌মে বিলম্ব হ‌লেও শিক্ষার্থী‌দের অাজ ১ম দি‌নে স্বতস্ফূর্তভা‌বে অনলাই‌নে অা‌বেদন কর‌তে দেখো গে‌ছে। শিক্ষার্থী‌দের কষ্ট লাঘব কর‌তে এ‌গি‌য়ে এ‌সে‌ছে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগ।পৌর ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক রায়হান পার‌ভেজ র‌নির নেতৃ‌ত্বে অনলাই‌নে একাদ‌শে অা‌বেদন কর‌তে অাসা শিক্ষার্থী‌দের সা‌র্বিক সহ‌যোগীতা করে যা‌চ্ছে। এ ব্যাপা‌রে মফস্বল থে‌কে পাইকগাছা সরকা‌রি ক‌লে‌জে অা‌বেদন কর‌তে অাসা অ‌নেক শিক্ষার্থী ব‌লেন অাস‌লে শহ‌রের অ‌নেক কিছুই এখ‌নো ভা‌লো ক‌রে অামরা চি‌নি না, কিন্তু ছাত্রলী‌গের বড় ভা‌য়েরা অামা‌দের অা‌বেদন থে‌কে শুরু ক‌রে সব কিছু ঠিকঠাকমত বু‌ঝি‌য়ে দি‌য়ে‌ছেন। ধন্যবাদ পাইকগাছা পৌরসভা ও কলেজ ছাত্রী‌গের নেতৃবৃন্দ‌কে। এ ব্যা‌পা‌রে পৌর ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক রায়হান পার‌ভেজ র‌নি ব‌লেন বাংলা‌দেশ ছাত্রলীগ সব সময় অসহায় মানুষ, ক‌রোনায় অাক্রান্ত ব্য‌ক্তি, কৃষ‌কের ধানকাটাসহ নানা‌বিধ কর্মকা‌ন্ড ক‌রে ই‌তোম‌ধ্যে প্রশংসা কু‌ড়ি‌য়ে‌ছে। এবার অনলাই‌নে নতুন শিক্ষার্থী‌দের যা‌তে কোন ভোগা‌ন্তি‌তে পড়‌তে না হয় সেজন্য অামার সা‌থে পৌরসভা এবং ক‌লেজ ছাত্রলী‌গের এক ঝঁাক তরুন সার্বক্ষ‌নিক কাজ ক‌রে যা‌চ্ছেন। তার ম‌ধ্যে রা‌সেল,ও‌হিদুজ্জামান, শা‌হিনশাহ বাদশা ও র‌বিউল ইসলামসহ  অ‌নে‌কে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.