Header Ads

পাইকগাছা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর শোক র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা, পুরস্কার ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আছাদুজ্জামান আসাদ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি এমদাদুল হক শেখ, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মোমিন উদ্দীন, ডাঃ নিরঞ্জন সরদার, শিক্ষার্থী সুষ্ময় ঘোষ, নয়ন সাহা ও সুমাইয়া ইসলাম। অনুষ্ঠানে ২৮ জন যুব/যুব নারীকে ১২ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.