Header Ads

পাইকগাছা সরকারি কলেজের ২১ শিক্ষকদের কাছে সর্বহারা পার্টির চাঁদা দাবী

বিশেষ প্রতিনিধি: পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে খুলনার পাইকগাছা সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করা হয়। চাহিদামতো চাঁদা না দিলে পরিবারসহ সবাইকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সংশ্নিষ্ট পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষকরা যার নং-৩৫৮, তারিখ-০৮/০৮/২০১৯।
পাইকগাছা সরকারি কলেজর শিক্ষক ও কর্মচারীদের বৃহস্পতিবার সকাল ১১ টার পর থেকে  ০১৭৫৯৫২৫৩৭৮ নাম্বার থেকে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নিখিল চন্দ্র মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আছাবুর রহমান, ইসলামী স্টাডিস এর সহকারী অধ্যাপক শেখ মুহাম্মদ রফিকুল ইসলাম, ইংরেজী বিভাগের নাথ বিষ্ণুপদ, শেখ শহীদুল ইসলামসহ ২১ জন শিক্ষকের নিকট পর্যায়ক্রমে ফোন করে চাঁদা দাবী করে করে ০১৬৩৯৪০৬১৪০ নম্বরে বিকাশ করার কথা বলে। পর্যায়ক্রমে ২১ জন শিক্ষক-কর্মচারীর নিকট চাঁদা চেয়েছে সর্বহারা পরিচয়ে সন্ত্রাসীরা। টাকা না দিলে পরিবারের সবাইকে অপহরণ বা হত্যার হুমকি দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.