Header Ads

পাইকগাছা-কয়রাকে মডেল ও দৃষ্টিনন্দন করা হবে....এমপি বাবু

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, নির্বাচনী এলাকার মাটি অনেক পবিত্র ও সমৃদ্ধ এখানে জন্মগ্রহণ করেছেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র, সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক, মেহের মুছুল্লী, আলমশাহ ফকির সহ অসংখ্য গুণি ব্যক্তি। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্মৃতি রয়েছে। অত্র এলাকা থেকেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার শুভ সূচনা করেছিলেন। এ জন্য বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানকে সংরক্ষণ করা হবে। এ ব্যাপারে উদ্যোগও নেওয়া হয়েছে। এমপি বাবু বলেন, পাইকগাছা কয়রাকে মডেল করতে চাই। নির্বাচনী এলাকার প্রবেশ দ্বারে নান্দনিক শিল্পকর্ম স্থাপনের মাধ্যমে সীমান্তবর্তী ও উপজেলা পরিষদ এলাকা দৃষ্টিনন্দন করা হবে। তিনি বলেন, এ সব উদ্যোগ বাস্তবায়নের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য সবাইকে সেবা ও সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কেউ যাতে নির্যাতিত না হয় সে দিকে লক্ষ রেখে আমাদের সবাইকে কাজ করতে হবে। মামলা জটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হয় উল্লেখ করে তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে মানুষের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেপরয়া যানবাহন চলাচল, অপ্রাপ্ত বয়স্তদের যানবাহন চালানো থেকে পরিহার, ভাড়া চালিত চালকদের তালিকা প্রণয়ন ও নছিমন-করিমনের নিয়মতান্ত্রিক চলাচলের উপর বিশেষ তাগিদ দেন। তিনি হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সেবার মান বাড়ানো, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃংখলা ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউএনও জুলিয়া সুকায়না ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে পৃথক সভায় বক্তব্য রাখেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু ও চিত্তরঞ্জন মন্ডল। উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.