Header Ads

পাইকগাছায় হুমকি ও ভয় দেখিয়ে বিবাহিত দম্পতির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছায় এক বিবাহিত দম্পতির কাছ থেকে বিভিন্ন ধরণের হুমকি ও ভয় দেখিয়ে ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পুলিশের সহযোগিতায় গড়ইখালীর বাবু গাইন মোটা অংকের এ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে বাবু গাইন ও পুলিশ কর্মকর্তা সহ ৪ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গড়ইখালী গ্রামের পোষ্ট অফিসের রানার সাইদুল গাইনের স্বামী পরিত্যাক্তা মেয়ে রতœা খাতুনের সাথে ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের সৌদি প্রবাসী সুজন বিশ্বাসের সাথে পরিচয় ও প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৭ সালের ৭ জুন তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরের মাসে ৪ জুলাই সুজন শ্বশুরবাড়ী গড়ইখালীতে বেড়াতে আসে। এদিন রাত ২টার দিকে গড়ইখালীর বাবু গাইন থানা পুলিশের এসআই শাহাবুদ্দীনকে সাথে নিয়ে রতœার বসতবাড়ীতে যায়। এ সময় তারা অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে সুজন দম্পতিকে বিভিন্ন ধরণের হুমকি দেয়। এমনকি তাদের কাছে কয়েক লাখ টাকা দাবী করে। গৃহবধু রতœা খাতুন জানান, পুলিশ এবং বাবু গাইনকে আমরা বিয়ের বৈধ কাগজপত্র দেখালেও তাতে কোন কর্ণপাত না করে পুলিশ আমার স্বামী সুজনকে ধরে কিছুদুর নিয়ে যায়। এরপর টাকা যোগাড় করে পরের দিন দেওয়ার কথা বললে পথিমধ্যে সুজনকে পুলিশ ছেড়ে দিয়ে যায়। এরপরের দিন ৫ জুলাই বিকালে ধার-দেনা করে যোগাড় করা ৭৫ হাজার টাকা বাবু গাইন আমাদের বাড়ীতে এসে নিয়ে যায়। এ ঘটনায় ১ নভেম্বর শুক্রবার রতœা খাতুন বাদী হয়ে বাবু গাইন, আমান গাইন, এসআই শাহাবুদ্দীন ও মোস্তাক গাইনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছে। ২ বছর পর কেন অভিযোগ করা হলো এমন প্রসঙ্গে রতœা খাতুন জানান, বাবু গাইন অত্যান্ত ভয়ংকর একজন মানুষ। তার বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলতে সাহস পায় না। পরিবেশ পরিস্থিতির কারণে এত দিন অভিযোগ করতে সাহস পায়নি বলে তিনি জানান। অভিযোগ প্রসঙ্গে বাবু গাইন জানান, ওই দিন রাতে পুলিশ তাদের বাড়ীতে গিয়ে ছিল, এর বেশি কিছু আমার জানা নেই। আর তারা টাকা নেওয়ার যে অভিযোগ করেছে তা আদৌ সঠিক নয় এবং এ ঘটনার সঙ্গে আমার কোন ধরণের সম্পৃক্ততা নাই। বর্তমান কয়রা থানায় কর্মরত এসআই শাহাবুদ্দীন জানান, অবৈধ সম্পর্কের খবর পেয়ে ওই দিন রাতে সাইদুল গাইনের বাড়ীতে গিয়ে বহিরাগত সুজন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সকালে তারা বিয়ের বৈধ কাগজপত্র নিয়ে থানায় হাজির হবে এমন শর্তে তৎকালীন ওসি স্যারের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে কোন টাকা দাবী ও গ্রহণের ঘটনা ঘটেনি। এ ঘটনার সঙ্গে কেউ সংশ্লিষ্ট থাকলে সেটা একান্ত তার নিজের বিষয় বলে তিনি জানান। এ ব্যাপারে থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গড়ইখালী গ্রামের রতœা খাতুন নামের এক গৃহবধু থানায় এ ধরণের একটি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.