Header Ads

পাইকগাছায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ঃ
পাইকগাছায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, গাজী নজরুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, সমবায়ী মোঃ আব্দুল গফফার মোড়ল, মোহাম্মদ আলী গাজী, নাজমুল হক, দেবব্রত মন্ডল ও শাহীন ইকবাল। অনুষ্ঠানে ভাল কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৫ সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.