Header Ads

পাইকগাছায় জেএসসি-জেডিসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত; প্রথম দিন ১৫৮ পরীক্ষার্থী অনুপস্থিত

পাইকগাছা প্রতিনিধি ঃ
পাইকগাছায় জেএসসি-জেডিসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ১৩টি কেন্দ্র ও ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ হাজার ৪২০ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ৪ হাজার ২৬২ উপস্থিত এবং ১৫৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৩৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১০, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩, ইনষ্ট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী জানান, কপিলমুনি সহচরী বিদ্যমন্দির কেন্দ্রে ৩৭১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ইকবাল কবির জানান, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩০৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৫, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক জানান, রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৭১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৫, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, গড়ইখালী শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্র ৫০১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৬, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী জানান, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট কেন্দ্রে ২৫১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪, সহকারী শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর রহমান জানান, চাঁদখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪১৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৪, অধ্যক্ষ আজাহার আলী জানান, পাইকগাছা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩৩১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩৪, সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান জানান, হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৩০৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪০, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, কে ডি শাহাপাড়া ভোকেশনাল কেন্দ্রে ৯০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১০, সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, পিটিডি সুন্দরবন টেকনিক্যাল ভোকেশনাল কেন্দ্রে ৫৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১০ পরীক্ষার্থী। এদিকে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.