Header Ads

আজ থেকে পাইকগাছা পৌর এলাকার নবনির্মিত মৎস্য আড়ৎদারী মার্কেটের কার্যক্রম বন্ধের নির্দেশ

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা পৌর এলাকায় অনুমোদন বিহীনভাবে নবনির্মিত মৎস্য মার্কেটের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। তিনি সোমবার দুপুরে শুনানীনান্তে বৈধ কাগজপত্র না থাকায় এ নির্দেশনা দেন। উল্লেখ্য, পৌরসভার ঐতিহ্যবাহী মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির বহিষ্কৃত সদস্য ব্যবসায়ী বজলুর রহমান পুরাতন মার্কেটের ব্যবসায়ীদের ও সমিতির নিয়মনীতি উপেক্ষা করে পৌর এলাকার শিববাটী ব্রিজ সংলগ্ন সড়কের পাশে কৃষি জমির ওপর সম্প্রতি একটি মৎস্য আড়ৎদারী মার্কেট নির্মাণ করেছে। মার্কেটটি অনুমোদন ছাড়াই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এবং মার্কেটটি চালু হলে পুরাতন মার্কেট এবং মার্কেটের শত শত ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবে এমন আশংকায় পুরাতন মার্কেটের ব্যবসায়ীরা নতুন মার্কেটটি বন্ধের দাবীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়, কর্মবিরতি, মানববন্ধন কর্মসূচী পালন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেন। এ ধরণের একটি অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না সোমবার দু’পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কার্যালয়ে ডাকেন। এদিন দু’পক্ষ ও তাদের লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। এ সময় নবনির্মিত মার্কেটের ব্যবসায়ী ও তাদের আইনজীবী বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ইউএনও জুলিয়া সুকায়না মঙ্গলবার থেকে নবনির্মিত মৎস্য মার্কেটের সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন। ইউএনও জুলিয়া সুকায়না বলেন, কোন প্রতিষ্ঠান বন্ধ করা আমাদের লক্ষ নয়। কিন্তু প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আইনগত বিষয়টি সবাইকে অনুসরণ করা উচিত। তিনি বলেন, অনুমোদন না নিয়ে কিংবা বৈধ প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন না করে মার্কেটে বিক্রয় কার্যক্রম শুরু করা সঠিক হয়নি। তিনি প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার আগ পর্যন্ত মার্কেটের মাছ বিক্রি সহ সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য মার্কেটের ব্যবসায়ীবৃন্দকে নির্দেশ দেন। এ নির্দেশনা অমান্য করে কার্যক্রম চলমান থাকলে পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ মার্কেট ও মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সবাইকে অবগত করেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.