Header Ads

পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মজয়ন্তী উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শিব্সা সাহিত্য অঙ্গনের উদ্যোগে সোমবার বিকালে রোজ বাড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অনিতা রানী মন্ডল, মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোর্তজা মুজিব বনি ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আসমা আহমেদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, হাটার সাথী সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মমতাজ পারভীন মিনু, আফরোজা পারভীন শিল্পী, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, শিক্ষক অসীম দাশ, আলতাফ হোসেন মুকুল, মনালিসা, শামছুল আরেফিন লাকি, যুবলীগনেতা আব্দুল গফফার মোড়ল, সাইফুল ইসলাম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি ও রূপালী সরদার। অনুষ্ঠানে বক্তারা সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্তজয়ন্তী অনুষ্ঠান সরকারিভাবে পালন ও স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণের দাবী জানান।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.