Header Ads

পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে পুনরায় নালিশী সম্পত্তি জবর-দখল চেষ্টার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে থানা পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ নালিশী সম্পত্তি পুনরায় জবর-দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মৃত বিমল চন্দ্র মন্ডলের ছেলে সন্ন্যাসী মন্ডল গংদের পৌরসভার জিরোপয়েন্ট- ব্রীজ রোড সংলগ্ন সরল মৌজায় ডিপি ৬০৩ খতিয়ানের ৫৯৯/৬৩৮ দাগের ৮ শতক জমি নিয়ে একই এলাকার মৃত মনোরঞ্জন মন্ডলের ছেলে অমর চন্দ্র মন্ডল গংদের মধ্যে বিরোধ চলে আসছে। সন্ন্যাসী মন্ডল জানান, উক্ত সম্পত্তি আমার বাবা সরকারের কাছ থেকে বন্দোবস্ত পায়। পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে আমরা দুই ভাই উক্ত সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। বর্তমানে উক্ত সম্পত্তির কর খাজনা পরিশোধ রয়েছে। প্রতিপক্ষ অমর মন্ডল একজন মামলাবাজ ব্যক্তি। সে এলাকার অনেক নারী-পুরুষকে মামলা দিয়ে হয়রানী করে আসছে এবং সম্পত্তি বিক্রি করে ভারতে জায়গা জমি ক্রয় করছে। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে অমর গংরা বহিরাগত লোকজন নিয়ে নালিশী সম্পত্তিতে সাইনবোর্ড ভাংচুর ও ঘেরাবেড়া দিয়ে জবর দখলের চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা আমার মা আনারতি মন্ডলকে মারপিট করে এবং বিভিন্ন ধরণের হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে নালিশী সম্পত্তির উপর সব ধরণের কার্যক্রম বন্ধ করে দেয় এবং বিষয়টি মিমাংসা না হওয়া পর্যন্ত সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেন। পুলিশের এ নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষরা রোববার সকালে লোকজন নিয়ে পুনরায় নালিশী সম্পত্তি জবর দখলের চেষ্টা করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ধরণের জবর দখলের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সন্ন্যাসী মন্ডল গং ও তাদের পরিবার।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.