Header Ads

পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত


পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি। বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী নাদিয়া সুলতানা, প্রচেতা জামান নিধি ও মুসফেকা আফরোজ। অনুরূপভাবে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক আব্দুল ওহাব, প্রণব বিশ্বাস, ফজলুল আজম, পঞ্চানন সরকার, রোকনুজ্জামান, শিক্ষার্থী রুমানা ইসলাম মৌ, মৌমিতা শীল, জান্নাতুল ফেরদৌস চাঁপা ও সুমাইয়া বিনতে মাসুদ। এছাড়া পাইকগাছা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.