Header Ads

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের খসড়া তালিকা প্রধানমন্ত্রী হাতে

নিউজ সুত্র টেলিগ্রাফ/বাংলা ট্রিবিউন :
জাতীয় সংসদের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে ইতোমধ্যে একটি খসড়া তালিকা প্রস্তুত করে ফেলেছেন প্রধানমন্ত্রী। একান্ত ােপন একটি জরিপ টিমের সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর প্রণীত মাঠভিত্তিক রিপোর্টের সমন্বয়ে এ প্রার্থী তালিকাটি তৈরী করা হয়েছে। যা এখনও পর্যন্ত আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের সভায় উত্থাপিত হয়নি। এমনকি সংসদীয় বোর্ডের সদস্যরাও এখন পর্যন্ত প্রাথী তালিকা সম্পর্কে অবগত নন। অতিরেই অনুমোদনের জন্য প্রার্থী তালিকাটি উত্থাপন করা হবে হাইকমান্ড সুত্র জানিয়েছে।

হাইকমান্ড সুত্র জানিয়েছে  প্রার্থী মনোনয়নে তিনশটি আসনের কথা মাথায় রেখে অগ্রসর হলেও বর্তমান শরীকদের চিন্তার বাইরে রাখা হয়নি। সে ক্ষেত্রে শরীকদের বর্তমান আসনগুলোতে আওয়ামীলীগের নিজস্ব প্রার্থী রাখা হলেও এসব প্রার্থীকে প্রয়োজনে ছাড় দেবার মানসিকতায় প্রস্তুত থাকতে বলা হবে।

প্রধানমন্ত্রীর হাতে খসড়া তালিকানুযায়ী খুলনা বিভাগে মোট আসন হলো ৩৪টি তার মধ্যে

খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ মিজানুর রহমান, খুলনা-৩ মুন্নুজান সুফিয়ান, খুলনা-৪ মোস্তফা রশিদী সুজা, খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ শেখ নূরুল হক।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.