Header Ads

পাইকগাছায় অবশেষে ওসির হস্তক্ষেপে শিক্ষকের বসতবাড়ীতে হেলেপড়া গাছ সরিয়ে নিয়েছে প্রতিবেশী

পাইকগাছা প্রতিনিধি :
অবশেষে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লবের হস্তক্ষেপে স্কুল শিক্ষকের বসতবাড়ীর ভবনে হেলেপড়া গাছ সরিয়ে নিয়েছে প্রতিবেশী প্রতিপক্ষ। গত সোমবার প্রতিবেশী দিপক কুমার মন্ডল গাছটি কেটে নিয়েছে বলে স্কুল শিক্ষক মিলিজিয়াসমিন জানিয়েছেন। হেলে পড়া গাছের কারণে শিক্ষক পরিবার গত ১০ মাস ঝুকি নিয়ে বসবাস করে আসছিলেন।
    জানাগেছে, উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিনের বসতবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামে। গত ফেব্র“য়ারী মাসের দিকে প্রতিবেশী দিপক কুমার মন্ডল গংদের একটি বড় সিরিশ গাছ শিক্ষক মিলিজিয়াসমিনের বসতবাড়ীর ভবনে হেলে পড়ে। ফলে একটু বাতাস হলে গাছটি ভবনে ধাক্কা দেয়। এতে পুরাবাড়ী কেঁপে ওঠে। এছাড়াও গাছটি যে কোন মুহূর্তে পড়ে গিয়ে ভবনে আঘাত আনলে ভবনের ক্ষয়ক্ষতিসহ ঝুকিপূর্ণ হয়ে ওঠে বসবাস। গাছটি কেটে নেওয়ার জন্য শিক্ষক মিলিজিয়াসমিন প্রথমে দিপক গংদের মৌখিক অনুরোধ করে। কিন্তু এতে কোন কাজ না হওয়ায় ১০ অক্টোবর মেয়র বরাবর লিখিত আবেদন করে। মেয়র বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর রবি শংকর মন্ডলকে দায়িত্ব দেয়। কাউন্সিলর বিষয়টি নিরসন করতে ব্যর্থ হওয়ায় শিক্ষকের অনুকূলে ১৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেয়। তদন্ত প্রতিবেদনের মধ্যেই বিষয়টি থমকে যায়। পরবর্তীতে শিক্ষক মিলিজিয়াসমিন ২২ অক্টোবর থানার ওসি বরাবর অভিযোগ করেন। এরপর নভেম্বর মাসের উপজেলা আইন শৃংখলা সভায় বিষয়টি উত্থাপিত হয়। শেষমেষ গত রোববার সন্ধ্যায় ওসি আমিনুল ইসলাম বিপ্লব উভয় পক্ষকে নিয়ে  সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। থানার বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক সোমবার প্রতিবেশী দিপক কুমার মন্ডল হেলেপড়া গাছটি কেটে সরিয়ে নেয়। এদিকে অবশেষে ওসির হস্তক্ষেপে ঝুকিপূর্ণ কাজটি প্রতিবেশী সরিয়ে নেওয়ায় ওসি আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক মিলিজিয়াসমিন ও তার পরিবার।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.