Header Ads

আগামী ১৭ ডিসেম্বর ২০১৭ ডিপি ট্রাভেল এন্ড ট্যুরস্ এর ভারত ভ্রমণ

গোয়া’র বীচ ও দর্শনীয় স্থান
কালাংগুট সমূদ্র সৈকত-ই গোয়া-র মূল সী-বীচ।
যে দূর্গগুলোতে বেশীরভাগ লোক যায় তার মধ্যে দু'টি হলো সপোরা ফোর্ট আর আগুয়াদা ফোর্ট।

আগুয়েডা সৈকত ঃ দক্ষিণে বড় পাহাড় সঙ্গে নিয়ে পাম ও ক্যাসুরিনা গাছে ছাওয়া নির্জন শান্ত সমুদ্র সৈকত আগোন্ডো আজও দর্শনার্থীদের ভিড়ে ক্লিষ্ট হয়নি। সুবিশাল সমুদ্র, সবুজ গাছ, নীল আকাশ আর আপনি। বিরক্ত করবার জন্য এখানে আর কেউকে পাবেন না। মারগাঁও থেকে আগুয়েডা ৩৫ কি.মি। হাত ছোঁয়া দূরত্বে কাবো দি রামা দুর্গ। বিশ^াস করা হয় স্ত্রী সীতা-সহ শ্রীরাম এখানে কিছুদিন কাটিয়েছিলেন।

পালোলেম সৈকত ঃ আগোগুা সৈকত লাগোয়া এই সৈকত মারগাঁও থেকে ৪০ কি.মি। বাসে আসা যায় এখানে। আবার কোঙ্কন রেলের কানাকোনা স্টেশনে নেমে অটোরিকশায় চেপেও আসতে পারেন। পশ্চিমঘাট পর্বতমালার একেবারে কোল-ঘেঁষা এই সাদা বালির চন্দ্রকার সৈকতে রয়েছে সমুদ্র, পাথুরে টিলা আর অরণ্য। চাইলে জেলে নৌকায় চেপে সমুদ্রের গভীরে চলে যাওয়া যায়। অত্যন্ত আকর্ষক এই সৈকতটি নির্জনতা সন্ধানীদের জন্য আদর্শ।

বেনালিম : কোলভার দক্ষিণাংশ থেকে মাত্র ২ কি.মি দূরে শান্ত ও নির্জন সৈকত বেনালিম। বেনালিমের একটা পৌরাণিক পরিচিতি আছে।

মুম্বাইয়ের দর্শনীয় স্থান
চৌপট্টি সৈকত
    সান্ধ্য ভ্রমণের জন্য সবচেয়ে আকর্ষণীয় সৈকত হলো চৌপট্টি সমুদ্র সৈকত যেখানে বার্ষিক গনেশ চতুর্থী উতসব সাড়ম্বরে উদযাপিত হয়।
মহালক্ষী মন্দির
    সম্পদের দেবীর প্রতি উতসর্গকৃত এই মহলক্ষী মন্দির শহরের প্রাচীনতম এবং এর অবস্থান মালাবার থেকে কিছু দুরে।
হাজী আলী সমাধি
    এটা অন্য একটি মনোহর এলাকা। মুম্বাই এর অন্য আকর্ষণগুলির মধ্যে রয়েছে জুহু বীচ ও নেহরু প্লানেটেরিয়াম।
 
মুম্বাই এ দর্শনীয় স্থানসমূহ
    * মুম্বাই এর অবশ্য দর্শনীয় স্থানের তালিকা
    * হস্তী দ্বীপ, এপোলো বন্দরের ১০ কি.মি. উত্তর পূর্বে ভারতের প্রবেশ তোরণ
    * কৃষ্ণগিরি উপবন জাতীয় পার্ক
    * কানেহরি গুহা (মুম্বাই এর ৪২কি.মি. দুরে)
    * মানোরি বীচ (৪০ কি.মি.)
    * মন্তেপেজির ও যোগেশ্বরী গুহা
    * বাসেইন, যেটা মুম্বাই শহরকে প্রধান ভূমি থেকে আলাদা করেছে ১৫৩৪ থেকে ১৭৩৯ পর্যন্ত পতুগীজদের সুরক্ষিত শহর ছিল।

মুম্বাই ইন্ডিয়ানগেইট থেকে সমুদ্র পথে ষ্টিমারে চেপে মাত্র দেড়ঘন্টায় আলিবাগ সৈকতে যাওয়া যায়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.