Header Ads

পাইকগাছায় পৌর এলাকায় জাপান-বাংলাদেশ আইটি কোম্পানীর খাদ্য ও সবজি সামগ্রী বিতরণ

রিপোর্টার :  পাইকগাছা পৌরসভার সরল আবাসন প্রকল্পের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে জাপান-বাংলাদেশ (বিজে) আইটি কোম্পানীর পক্ষ থেকে খাদ্য ও সবজি সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে আবাসন প্রকল্পের শতাধিক পরিবারের বাসিন্দাদের মাঝে খাদ্য ও ১০ ধরনের সবজি সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, লুৎফর রহমান, আক্তার গোলদার ও ইব্রাহিম সানা। উল্লেখ্য মেয়র সেলিম জাহাঙ্গীরের ভাই এলাকার কৃতি সন্তান আকবর জেএম সিআইপি’র প্রতিষ্ঠিত জাপান-বাংলাদেশ (বিজে) আইটি কোম্পানী মানবিক সহায়তা নিয়ে এলাকার কর্মহীন দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে। করোনার প্রথমদিকে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এর আগেও হাজারো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.