Header Ads

পাইকগাছায় বোরো ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় চলতি মৌসুমে ৮শ ১০ মেঃ টন বোরো ধান ও ২৮ মেঃ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ধান ও গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। ২৬ টাকা কেজি ধান ও ২৮ টাকা কেজি গমের মূল্য নির্ধারন করা হয়েছে। সোমবার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু করা হবে। এ লক্ষ্যে রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারির মাধ্যমে ২৬৯ জন কৃষক নির্বাচিত করা হয়। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, সহকারি কমিশনার(ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, গুদাম কর্মকর্তা হাবিবুর রহমান ও সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.