Header Ads

ক্লান্তিহীন যোদ্ধা

  • ক্লান্তিহীন যোদ্ধা 

     মোঃ আব্দুল আজিজ (সাংবাদিক)
জন্ম তার ফুলের রাজ্য
যশোরের ঝিকরগাছা,
ইউএনও হয়ে আসলেন
খুলনার পাইকগাছা।
মিষ্টি মধুর নাম যে তার
মানবতার সারথি জুলিয়া সুকায়না,
উন্নয়ন ও মানবিকতায়
হয় না যার তুলনা।
যোগদান করেই দায়িত্ব পেলেন
জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন,
সহিংসতা ছাড়াই সম্পন্ন করলেন
সবকটি নির্বাচন, অপরাধীরা হলেন নির্বাসন।
একজন কর্মকর্তা পারেন বদলে দিতে এলাকা
বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
অনন্য যার উদাহরণ
ইউএনও জুলিয়া সুকায়না।
কাজ পাগল রুচিশীল মানুষ তিনি
উপজেলা পরিষদকে করেছেন দৃষ্টিনন্দন,
ইউএনও বাংলো, শিশু-পার্ক, খেলার মাঠ, পুকুর ঘাট
অফিসার্স ক্লাব, প্রেসক্লাব সবই তার উন্নয়ন।
প্রধান ফটক, সীমানা প্রাচীর, শীতাতপ নিয়ন্ত্রিত
নিজ কার্যালয় ও উপজেলা পরিষদ মিলনায়তন,
বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে ম
সব কিছুই করেছেন আধুনিকায়ন।
মুজিব বর্ষ উদযাপনে ছিল মহাপরিকল্পনা
তৈরি হলো বঙ্গবন্ধু ম , শুরু হলো ক্ষণগণনা,
দেশে আসলো কোভিড-১৯ করোনা
সংক্রমন প্রতিরোধে করা হলো লকডাউন ঘোষণা।
সামাজিক দূরত্ব বজায় রাখতে হতে হয়েছে কঠোর
ভ্রাম্যমান আদালত ও সেনা অভিযান করা হলো জোরদার,
কর্মহীন হলো হাজার হাজার মানুষ
প্রণোদনা ঘোষণা দিল শেখ হাসিনার সরকার।
সাহসের সাথে মোকাবেলা করেছেন
ফনী, বুলবুলি ও করোনার মত মহামারি দুর্যোগ,
সকল বিপদে পাশে ছিলেন বলে
হয়নি কোন মানুষের দুর্ভোগ।
মানবতার জননী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে
ঝড়, বৃষ্টি ও রাতের আঁধারে,
মানবিক সহায়তা নিয়ে ছুটে গিয়েছেন
সুস্থ ও অসহায় মানুষের দুয়ারে দুয়ারে।
করোনার কারণে ছিল অনেক ব্যস্ততা
তবুও থেমে থাকেনি কোন পরিকল্পনা,
নিজ সম্পাদনায় প্রকাশিত হলো
“মুক্তিযুদ্ধে পাইকগাছা” প্রকাশনা।
করোনা শেষে বিজয়ের বেশে
চলে যাবেন নতুন ঠিকানায়,
হে ক্লান্তিহীন যোদ্ধা আবারো আসিবেন ফিরে
স্মৃতি বিজড়িত দৃষ্টিনন্দন পাইকগাছায়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.