Header Ads

পাইকগাছায় শতভাগ যাচাই-বাছাই করা হচ্ছে উপকারভোগীদের তালিকা

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় করোনা প্রাদুর্ভাবের কারনে প্রণয়নকৃত উপকারভোগীদের তালিকা শতভাগ যাচাই বাছাই নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারি কমিশনার (ভ‚মি) মুহাম্মাদ আরাফাতুল আলম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, ভ্যাটেনারি সার্জন ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, কওসার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, এসএম এনামুল হক ও চিত্ত রঞ্জন মন্ডলসহ সংশ্লিষ্ট সকল ট্যাগ অফিসারবৃন্দ। সভায় সংশ্লিষ্ট ট্যাগ অফিসারবৃন্দ জনপ্রতিনিধিদের করা উপকারভোগীদের তালিকার বিভিন্ন ত্রæটি তুলে ধরেন। এসময় নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ যাচাই-বাছাই কাজ সম্পন্ন করার জন্য ট্যাগ অফিসারদের নির্দেশ দেন ইউএনও জুলিয়া সুকায়না।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.