করোনা পরিস্থিতিতে -থানা পুলিশের মধ্যে এসপি'র স্বাস্থ্য উপকরণ বিতরন
প্রানঘাতি করোনা পরিস্থিতিতে যে সব পুলিশ অফিসার ও
ফোর্সরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ময়দানে দায়িত্ব পালন করছেন তাদের
নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ স্বাস্থ্য উপকরণের
ব্যবস্থা করেছেন। এর অংশ হিসেবে শুক্রবার সকালে পাইকগাছা থানার ওসি মোঃ
এজাজ শফী থানার সকল অফিসার ও ফোর্সদের মধ্যে এসপি প্রেরিত হ্যান্ড
স্যানিটাইজার,হ্যান্ড গ্লাবস, সাবান, ব্লিসিং পাউডার,হারপিক সহ নানা ধরনের
স্বাস্থ্য উপকরণ বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ইন্সপেক্টর ( তদন্ত)
মোঃ আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই