Header Ads

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য ও ঈদসামগ্রী পৌছে দিলেন সোলাদানার প্যানেল চেয়ারম্যান আরেফিন

পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছার সোলাদানা ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বিএম আরেফিন আলী সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের করোনা ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। উল্লেখ্য উপজেলার শিবসা নদীর ধারে হরিখালী, সোলাদানা, বয়ারঝাপা, হাজতের ভিটা, টেংরামারী ও মাঝেরাবাদ গ্রাম নিয়ে ৫নং সোলাদানা ইউনিয়নের ৯নং ওয়ার্ড অবস্থিত। এ ওয়ার্ড থেকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন বিএম আরেফিন আলী। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু ওয়ার্ডের বেশিরভাগ মানুষ দরিদ্র হওয়ায় এবং নদীর ধারে বসবাস করায় প্রাকৃতিক দূর্যোগসহ নানাকারনে পিছিয়ে পড়ছে এখানকার উন্নয়ন। সম্প্রতি ঘুর্নিঝড় আম্পানের আঘাতে ওয়ার্ডের শিবসা নদীর ধারে অবস্থিত দুটি আবাসন প্রকল্পের প্রায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে অনেকটাই তারা মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় ঈদকে সামনে রেখে করোনা ও ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ওয়ার্ডের দেড় শতাধিক পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য ও ঈদ সামগ্রী পৌছে দিয়েছেন ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বিএম আরেফিন আলী। তিনি রোববার দুপুরে এসব খাদ্য ও ঈদ সামগ্রী পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন কালাম বিশ্বাস, আনিস গাজী, যুগোল, জাহিদ সানা, রাজ্জাক গাজী, আশুতোষ বৈরাগী, বিশ্বানাথ গোলদার, টিপু মোড়ল, চায়না, রোজিনা, ছবিরোন ও ইউপি সদস্যের একমাত্র পুত্র বিএম আবরার আল মাহি। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.