Header Ads

পাইকগাছায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীক প্রতিষ্ঠান পরিচালনার আহবান

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীক প্রতিষ্ঠান পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নিত্য প্রয়োজনীয় দোকানপাট স্বাস্থ্যবিধি নিষেধ মেনে পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান ইউএনও জুলিয়া সুকায়না। এসময় তিনি বলেন নিত্য প্রয়োজনীয় ও ঔষধ এবং কৃষিজাতীয় পন্যের দোকানপাট ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ রাখতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে তাদের প্রতিষ্ঠানে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। ক্রেতা-বিক্রেতা সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফি, ওসি(তদন্ত) আশরাফুল আলম। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান, ময়নুল হোসেন, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেবব্রত রায় দেবু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অমরেশ মন্ডল, মুদি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি উত্তম সাধু, স্বর্ন ব্যবসায়ী মধু রঞ্জন কর্মকার, শংকর দেবনাথ, চিংড়ী বিপনন সমবায় সমিতির লিঃ সভাপতি জিন্নাত আলী গাজী, ইব্রাহিম শেখ,বিদ্যুৎ ঘোষ, মিজানুর রহমান, হাবিবুর রহমান, শেখ হারুনুর রশিদ,

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.