Header Ads

পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগ কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিলো

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
করোনা প্রাদুর্ভাবের কারনে জাতির এ দুর্দিনে দেশে যখন অর্থ ও শ্রমিক সংকটে পড়েছে নিজেদের মাথার ঘাম পায় ফেলে উৎপাদিত ধান সঠিক সময়ে কেটে ঘরে তোলা নিয়ে মহা দুশ্চিন্তায় ভুগছিলেন কৃষকরা। ঠিক সেই সময়ে দেশের সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্রলীগ কর্মীরা কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুধবার "কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ" এই শ্লোগানকে ধারণ করে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত এর নেতৃত্বে ইউনিয়নের হাছিমপুর গ্রামের বাবুল সরদারের ৪ বিঘা জমির ধান কেটে দিয়েছে। ছাত্রলীগের প্রায় ৩০ জন সদস্যের সহায়তা দিনব্যাপী ধানকাটা কার্যক্রম পরিচালিত হয়েছে। ধান কাটা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সানি খান, কংকন সানা, শুকুর আলী, বাবু গাজী, হানিফ সরদার, সাব্বির, রাসেল, আরাফাত, জাহান আলী, কাকন, রাজু, শাকিল গাইন, নূর মোহাম্মাদ সানা , বাবু সানা, খাইরুল গাইন ও তানভীন খান। এ ব্যাপারে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত বলেন-দেশের এ দুর্যোগকালীন সময়ে জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে ও জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান হোসেনের তত্ত¡াবধানে এবং পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমানের সহযোগিতায় এলাকার যে সকল দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত কৃষকরা অর্থ ও জনবল সংকটের কারণে সঠিক সময়ে নিজেদের জমির পাকা ধান কাটতে পারছে না আমরা সেই সকল কৃষকদের জমির ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ভবিষ্যতে ও যেন এধরনের মহতী কাছে নিজেদের সম্পৃক্ত রাখতে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.