Header Ads

পাইকগাছার নবাগত ইউএনও হিসেবে এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর যোগদান

পাইকগাছা প্রতিনিধি ঃ
নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি মঙ্গলবার সকালে বিদায়ী ইউএনও জুলিয়া সুকায়নার নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, বিদায়ী ইউএনও জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, শিব্সা সাহিত্য অঙ্গন ও হাঁটার সাথী সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবাগত ইউএনও বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, করোনা সংক্রমন প্রতিরোধ ও করোনার মধ্যে সাধারণ মানুষ যাতে কাঙ্খিত সেবা পায় এ লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও সে লক্ষে কাজ করার নির্দেশনা দেন। উল্লেখ্য, এবিএম খালিদ হোসেন ২০১৪ সালের আগস্ট মাসে বিসিএস ৩৩তম ব্যাচের প্রশাসনের সরকারি কর্মকর্তা হিসেবে রংপুরে যোগদান করেন। এরপর তিনি নড়াইল ও পরবর্তীতে খুলনা সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তিনি বিদেশে যান। ইংল্যান্ডের চুয়ানিচি ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে ২০২০ সালের জুন মাসে দেশে এসে জনপ্রশাসন মন্ত্রাণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। গত ৭ জুলাই তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। ইউএনও খালিদ হোসেন যশোর সদরের কৃতি সন্তান। ব্যক্তিগত জীবনে নবাগত ইউএনও’র সহধর্মীনি একজন স্কুল শিক্ষক। ইউএনও দম্পত্তি এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত পিতা-মাতা। উল্লেখ্য, বিদায়ী ইউএনও জুলিয়া সুকায়নার মাগুরার এডিসি হিসেবে পদোন্নতি হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.