Header Ads

পাইকগাছায় ঈদের নামাজ সকাল সাড়ে ৭টায়; সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল

ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
পাইকগাছা প্রতিনিধি :
    পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি এজাজ শফী, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোহাম্মদ আলমগীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হাসান, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমনন্দ রায়, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, গণশিক্ষার প্রোগ্রাম অফিসার শেফালী খাতুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, তথ্য আপা তম্বী দাশ, মাওঃ শামছুদ্দীন, রইসুল ইসলাম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর ও ইসলামিক ফাউন্ডেশনের শওকত হোসেন। সভায় ইউএনও খালিদ হোসেন বলেন, অত্র এলাকায় কোরবানীর পশুর কোন সংকট নাই। বর্তমানে উপজেলায় সাড়ে ৪ হাজার বিক্রয় যোগ্য কোরবানী পশু রয়েছে। অনলাইনে কোরবানী পশু কেনার সুযোগ রয়েছে। এলাকার ৩০জন খামারী ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করেছে, অতিসহজে ঘরে বসেই অনলাইন ব্যবস্থার মাধ্যমে পশু ক্রয়ের জন্য সকলের প্রতি আহŸান জানান। একই সাথে তিনি সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করে ঈদে কর্মস্থলে অবস্থান করার জন্য নির্দেশ দেন। এছাড়া সভায় সকাল সাড়ে ৭টায় মসজিদে মসজিদে প্রথম ঈদুল আযহার নামাজ এবং ৮টায় দ্বিতীয় ঈদের নামাজ আদায় করা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে কাশিমনগর ও চাঁদখালী স্থায়ী হাট ছাড়া অন্য কোথাও অবৈধ পশু হাট বসানো যাবে না। পশু হাটের জাল টাকা সনাক্তের জন্য মেশিন স্থাপন, স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা, মুছল্লীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, দুই ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায়, নির্দিষ্ট স্থানে পশু জবাই, সামাজিক দূরত্ব বজায় রেখে মাংস বিতরণ, চেয়ারম্যানদের তত্বাবধায়নে দুপুর ১২টার মধ্যে বর্জ অপসারণ, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত বাস ভাড়া গ্রহণ থেকে বিরত থাকা।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.