Header Ads

সাংবাদিক কৃষ্ণ রায়কে জীবন নাশের হুমকি; বিএমএসএফ-এর নিন্দা ও প্রতিবাদ

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার দুই দুস্কৃতিকারী সাংবাদিক কৃষ্ণ রায়কে জীবন নাশের হুমকি প্রদান ও লাঞ্চিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের সহিল উদ্দীন গাজীর ছেলে রাজিব গাজী (৩৫) ও কাঠামারী গ্রামের মহির উদ্দীন সরদারের ছেলে আল-আমিন সরদার (২৮) এর বিরুদ্ধে থানায় চাঁদাবাজী ও অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে গঙ্গারকোনা গ্রামের একান্ত রায়ের ছেলে সাংবাদিক কৃষ্ণ রায় বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ও তার পরিবারকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত শনিবার রাত ৮টার দিকে বাড়ী ফেরার পথে গঙ্গারকোনা সুভাষ সরকারের বাড়ীর সামনে পৌছালে রাজিব ও আল-আমিন গতিরোধ করে সাংবাদিক কৃষ্ণ রায়কে মারপিট করতে উদ্যত হয়, লাঞ্চিত করে এবং জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় কৃষ্ণ রায় বাদী হয়ে তাদের দুইজনকে বিবাদী করে থানায় সাধারণ ডায়েরী করেছে। যার নং-৯৮৯, তাং- ১৯/০৭/২০ ইং। এদিকে এ ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.