Header Ads

পাইকগাছায় ১০ দিনেও আটক হয়নি শিশু ধর্ষণ মামলার আসামী

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ গেওয়াবুনিয়া এলাকায় তৃতীয় শ্রেণি পড়–য়া এক শিশু শিক্ষার্থী ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলা করার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি।
মামলা সূত্রে জানাগেছে, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া গ্রামের জনৈক ব্যক্তির তৃতীয় শ্রেণি পড়–য়া এক শিশু শিক্ষার্থীকে একই এলাকার গৌতম বৈরাগীর ছেলে শিমুল বৈরাগী ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষিতার পিতা জানান, এলাকায় আমাদের একটি চায়ের দোকান রয়েছে। ঘটনার দিন গত ২৭ জুন বিকাল ৪টার দিকে আমরা স্বামী-স্ত্রী দোকানে অবস্থান করছিলাম। এসময় বাড়ীর পাশে আমার শিশু কন্যা খেলা করছিল। তখন একই এলাকার গৌতম বৈরাগীর বখাটে ছেলে শিমুল বৈরাগী আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুকৌশলে তার বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে শিমুলকে একমাত্র আসামী করে থানায় মামলা করে। যার নং-৩১, তাং- ১৯/০৭/২০২০ ইং। মামলা করার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো আসামীকে আটক করতে পারেনি বলে ভিকটিমের পিতা অভিযোগ করেন। এ ব্যাপারে মামলার (তদন্ত) কর্মকর্তা এসআই অনিষ মন্ডল জানান, ভিকটিমের ২২ ধারা ও ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামী পলাতক থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.