ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম এর পক্ষে পাইকগাছার সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
খুলনা জেলা আওয়ামীলীগ নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা ইউনিটের সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম এর পক্ষে পাইকগাছা প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা হিসেবে মাস্ক ও পিপিই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ জহুরুল হক বাচ্চু, উপজেলা কৃষলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, এস এম বাবুল আক্তার, জি এ গফুর, আলাউদ্দীন রাজা, বি সরকার, প্রমথ সানা, ইমদাদুল হক, নজরুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি ও অমল মন্ডল।
কোন মন্তব্য নেই