Header Ads

লোনাপানি কেন্দ্রের দায়িত্ব পেলেন ড. লতিফুল ইসলাম; কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পাইকগাছা প্রতিনিধি :
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছার দায়িত্ব পেলেন অত্র কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। তিনি ১৬ জুলাই অত্র কেন্দ্রের সার্বিক দায়িত্বভার গ্রহণ করেন। কেন্দ্রের অভিজ্ঞ এ কর্মকর্তা ১৯৯৮ সালের জুলাই মাসে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রে যোগদান করেন। তিনি ২০১৫ সালে ইউনিভার্সিটি সাইন্স অব মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পিএইচডি’র বিষয় ছিল মেরিকালচার (শীলা কাঁকড়া)। ড. লতিফুল ইসলাম অত্র কেন্দ্রের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ইতোমধ্যে তিনি কাঁকড়া পোনা উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনে সফলতা অর্জন করেন সারাদেশে সাড়া ফেলে দিয়েছেন। কাঁকড়া পোনা উৎপাদনের অগ্রদুত হিসেবে বিবেচনা করা হয় এ কর্মকর্তাকে। অত্র এলাকার মৎস্যচাষীদের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে তার। দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে তিনি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এ সময় ড. মোঃ লতিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মতবিনিময়কালে ড. লতিফুল ইসলাম সকলের সহযোগিতায় কেন্দ্রের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক দেবাশীষ মন্ডল, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান, শাওন আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, প্রধান সহকারী আব্দুলাহেল বাকী, হিসাবরক্ষক মোঃ মানিক মিয়া, ক্ষেত্র সহকারী মাসুদুর রহমান, কামরুল ইসলাম, কেয়ারটেকার হুমায়ুন কবির, স্টোর কিপার মোঃ ফোরকান, শংকর মন্ডল, রাশেদ মিয়া, মকবুল হোসেন, সুব্রত মন্ডল, শেখ ইনছান আলী, হামিদ জোয়াদ্দার, মাওঃ রইসুল ইসলাম, তপন কুমার ঘোষ, শাহবুদ্দীন আহমেদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুল খালেক, মাহতাব হোসেন, আফসার আলী, জিয়াউর রহমান, আহসান হাবিব, আবু হাসান, ময়নুদ্দীন, ইবাদুল ইসলাম, মফেজ উদ্দীন, ইমদাদুল হক, পঞ্চানন মন্ডল, রবিউল ইসলাম, বাদল মন্ডল, অরবিন্দু মন্ডল ও রফিকুল ইসলাম। উল্লেখ্য, এর আগে দায়িত্বে ছিলেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম। তিনি একই দায়িত্বে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে যোগদান করেছেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.