Header Ads

পাইকগাছার গড়ইখালীতে ডাঃ শেখ শহীদ উল্লাহ’র পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
বিএমএ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ এর পক্ষ থেকে পাইকগাছা-কয়রার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সয়াহতা, মাস্ক, সাবান ও লিফলেট  বিতরণ করা হয়েছে। "কোভিড ১৯ " করোনা ভাইরাস এ আক্রান্ত হলে সুনির্দিষ্ট চিকিৎসা নেই প্রতিরোধই একমাত্র পরিত্রাণের উপায়। যার জন্য প্রয়োজন গণসচেতনতা। আর সেই লক্ষ্যে তার পক্ষ থেকে শুক্রবার সকালে পাইকগাছার গড়ুইখালী ইউনিয়নে খাদ্য সামগ্রী, করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এসএম আইয়ুব আলী, গাজী মিজানুর রহমান, গাজী আব্দুল মাজেদ  গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও গড়ইখালী আলমশাহী ইনষ্টিটিটিউটের সভাপতি কামরুল ইসলাম গাইন। বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে ডাঃ শহীদ উল্লাহ বলেন, আমাদের দেশে এখন এই ভাইরাসের  ইনফেকশন কমিউনিটিতে প্রবেশ করেছে, যা ভবিষ্যতে  মারাত্মক রুপ ধারণ করতে পারে। তবে মহামারী ইনফেকশন   প্রতিরোধে "ডব্লিউ এইচ ও" এর যে নীতিমালা রয়েছে তার যথাযথ প্রয়োগ করতে পারলে এই মহামারীর ক্ষতি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর সেটা হলো এই মুহুর্তে সরকারি বিধিনিষেধ মেনে আমাদের কে নিজ ঘরে অবস্থান করতে হবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সদা পরিস্কার পরিচ্ছন্ন জীবন ধারণ করতে হবে।  প্রয়োজনে মাস্ক ব্যাবহার করতে হবে। তিনি আরও বলেন, স্বাভাবিক ঠান্ডা কাশি হলে হাসপাতালে অথবা ডাক্তারের চেম্বারে না গিয়ে অনলাইনে অথবা টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নেয়া যেতে পারে। একটা  জিনিস মনে রাখা দরকার যে অহেতুক হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে গেলে সেখানে যদি করোনা ভাইরাসের রোগী থাকে তাহলে যে কেউ সেখান থেকে আক্রান্ত হতে পারে। কারণ আমরা কেউ জানিনা কে ইনফেকটেড আর কে ইনফেকটেড না, কারণ সকল করোনা আক্রান্ত রোগীর মধ্যে  উপসর্গ থাকবে নিশ্চিত করে সেটা বলা যাবেনা, যতক্ষন না তার পরীক্ষা করা হচ্ছে। আর যদি জর, কাশি এবং শ্বাসকস্ট একসাথে হয় এবং করোনা সন্দেহ হয় সেক্ষেত্রে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। এখন প্রতিটি বিভাগীয় শহর সহ দেশের ১১ টা স্থানে করোনা ভাইরাসের পরিক্ষা করা যায়। এ ক্ষেত্রে আইইডিসিআর এর হট লাইন নম্বর অথবা ৩৩৩ তে ফোন করলেই যাবতীয় সেবা পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.