Header Ads

পাইকগাছায় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ১ মাসের ভাড়া মওকুফ করে দিলেন ঘর মালিক

পাইকগাছা প্রতিনিধি:
 করোনাভাইরাস মহামারী নিয়ে সারা পৃথিবীর অর্থনীতির ক্ষতির প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। এর মধ্যে আশা জাগানোর মত ভাল কিছু খবরও আছে। এর একটি হলো, মানবিক বিবেচনায় চলতি মাসে পাইকগাছায় আগড়ঘাটা বাজারের ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মার্চ মাসের দোকান ভাড়া মওকুফ করেছেন সাহিদা বেগম নামে একজন ঘরমালিক। তিনি পাইকগাছা উপজেলার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষক আলিম উদ্দিন মোড়লের স্ত্রী সাহিদা খাতুন। ভাড়া মওকুফ করার বিষয়ে তার ছোট পুত্র পাইকগাছা সরকারি কলেজের মার্কেটিং বিষয়ের প্রভাষক তারেক আহমেদ জানান- করোনার কারণে মানুষ সব ঘরবন্দি হয়ে যাচ্ছে, তাদেরও ব্যবসা মন্দা যাচ্ছে। এখন তারা নিজেরা খাবে নাকি আমাকে দোকান ভাড়া দিবে? এসব ভেবেই আমার মাতা তাদের জন্য মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছে। এছাড়া করোনা আতঙ্কের এই কঠিন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে মহানুভবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঘর মালিক সাহিদা খাতুন। তার এই চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। ঘর মালিক সাহিদা খাতুন বলেন-এভাবে আমরা প্রত্যেকেই যদি এই মহামারিতে এগিয়ে আসি। তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষেরা ভালো থাকবে। তিনি আরো বলেন প্রত্যেক ঘরমালিক এভাবে অন্তত ১ টি মাসের ঘর ভাড়া মওকুফ করে দিক। তাহলে ঘরবন্ধি মানুষ, জীবিকার সন্ধানে বাইরে যাবে না। করোনায় আতঙ্ক নয় সবাই সচেতন হোক এটাই প্রত্যাশা।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.