Header Ads

পাইকগাছার সাড়ে ৪শ শ্রমিক ইউএনও’র অনুমোদন নিয়ে দেশের বিভিন্নস্থানে ধান কাটতে গেল

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার অনুমতি নিয়ে গোপালগঞ্জ ও যশোরসহ দেশের বিভিন্নস্থানে ধান কাটতে গিয়েছে সাড়ে ৪‘শ শ্রমিক। মঙ্গলবার সকালে উপজেলার চাঁদখালী, লস্কর, গড়ইখালী, গদাইপুর, রাড়–লী, পৌরসভা, কপিলমুনি ও লতা ইউনিয়নের সাড়ে ৪‘শ শ্রমিককে ধান কাটতে যাওয়ার অনুমতি দেন ইউএনও জুলিয়া সুকায়না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারি কমিশনার(ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। উল্লেখ্য প্রতিবছর অত্র এলাকা থেকে শত শত শ্রমিক দেশের বিভিন্নস্থানে ধান কাটতে যায়। অন্যান্য বছর অনুমোদনের বিশেষ প্রয়োজন হয়নি। এবছর করোনা পরিস্থিতির কারনে দেশের বেশিরভাগ এলাকা লকডাউন থাকায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করায় এবছর যেসব শ্রমিক এলাকার বাইরে ধান কাটতে যাচ্ছে তাদেরকে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হচ্ছে। ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে আগ্রহী শ্রমিকদের যোগাযোগ করতে বলা হয়। সেই আলোকে এলাকার আগ্রহী ধানকাটা শ্রমিকরা সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়ন ও উপজেলা কৃষি অফিসারের সত্যায়িত প্রয়োজনীয় কাগজপত্র, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করলে প্রত্যেক শ্রমিকের কাগজে অনুমোদন প্রদান করেন ইউএনও জুলিয়া সুকায়না।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.